Pages

Monday, November 21, 2022

ফিরে আসছি বিরতির পর - কুণাল ঘোষ

ফিরে আসছি বিরতির পর - কুণাল ঘোষ

রাজনীতিতে সদা ব্যস্ততা, সেই ব্যস্ততার ফাঁকেও চলে সাহিত্যচর্চা। এই একটি বাক্যে যার নাম মনে আসে তিনি হলেন কুণাল ঘোষ। মূলত এটি একটি রহস্য উপন্যাস, যেখানে সংবাদ মাধ্যম, কর্পোরেট মহল এবং রাজনীতি এই তিনটির হালফিল চালচিত্রের সুষম উপস্থাপনা খুঁজে পাবেন পাঠককুল।



No comments:

Post a Comment