Pages

Monday, November 21, 2022

পথ হারাবো বলেই - কুণাল ঘোষ

পথ হারাবো বলেই - কুণাল ঘোষ

"পথ হারাবো বলেই" কুণাল ঘোষের লেখা একটি উপন্যাস, যা মূলত একটি কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চার গল্প। গল্পটি এমন একটি সময়ে এবং স্থানে আবর্তিত হয় যখন বিশ্ব এবং মানবজাতি চরম সংকটের মুখে পড়ে। সৃষ্টিকর্তা মানুষের উপর অসন্তুষ্ট হয়ে সভ্যতা ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এই উপন্যাসটি একটি সাসপেন্স ও থ্রিলার ঘরানার গল্প, যা পাঠককে একটি কল্পিত বিশ্বে নিয়ে যায় এবং মানবজাতির অস্তিত্বের সংকট নিয়ে ভাবতে বাধ্য করে।



No comments:

Post a Comment