সাংবাদিকতার অগাধ অভিজ্ঞতা ও সাহিত্যের সুগভীর পাঠ-প্রতিক্রিয়া কোনো লেখকের বক্তব্য ও লেখনীকে কতটা সরস, মায়াবী এবং চারুত্বে ভরিয়ে তুলতে পারে তার অনন্য দৃষ্টান্ত তিনি। বিশ্লেষকরা সচরাচর সৃজনী প্রতিভার অধিকারী হন না, বা কৌতুক-হাস্যে মেতে ওঠেন না-এই অপবাদ তিনি ঘুচিয়েছেন। এই দুই গুণের সঙ্গে যুক্ত হয়েছে তাঁর গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। ফলত চলমান জীবনকে বিভিন্ন কৌনিকে দেখেছেন তিনি। সেই দৃষ্টিক্ষেপ প্রকাশ করার নান্দনিক ভঙ্গিমা অবলীলায় ছাপ ফেলে পাঠকমনে।
তাঁর এই গল্পগুলির কোথাও একটিও বাড়তি শব্দ নেই, কোথাও কোনো শিল্পবিচ্যুতি নেই। জীবনের নানান অভিজ্ঞতাই গল্পগুলির কেন্দ্রবস্তু। তাই গল্পকথকই হয়ে উঠেছেন নায়ক।
নিশ্চিতভাবেই বলা যায়, তাঁর এই গল্প সংকলন পাঠকদের অভিভূত করবেই।
No comments:
Post a Comment