Pages

Sunday, November 20, 2022

মকবরা - কিঙ্কর আহ্সান

মকবরা - কিঙ্কর আহ্সান

ইট পাথর কিংবা হাজারো লোকের কোলাহলের ভেতরকার দিনগুলোতে মাঝেমধ্যে সত্যিই ইচ্ছে হয় পুরনো দিনের গল্প শুনতে, নবাবী আমলের গল্প শুনতে। প্রচন্ড ভিড়, বাসে সিট পাওয়া দায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় ফেরার পর, ক্লান্ত শরীরে খুব মনে চায় পুরনো দিনে ফিরে যেতে। একটু জিরিয়ে নিতে, গল্প শুনতে, গল্প বলতে। আঙ্গারধানি, রঙিলা কিতাব, মধ্যবিত্ত, রাজতন্ত্র, মখমলি মাফলার, বিবিয়ানা কিংবা মেঘডুবি; মানুষের মন জয় করা বড্ড প্রতিভাবান কিঙ্কর আহসান গল্প বলেছেন, পুরনো দিনের গল্প। রাজা-বাদশা কিংবা নবাবের নয়, মহল থেকে একটু দূরে বাস করা সাধারণ মানুষের গল্প, জীবনের গল্প। সেসব জীবনের গল্প নিয়েই প্রকাশিত উপন্যাস এই 'মকবরা'।

No comments:

Post a Comment