Pages

Tuesday, November 22, 2022

কুলদাকিশোর গল্প-চতুষ্টয় - কুলদারঞ্জন রায়

কুলদাকিশোর গল্প-চতুষ্টয় - কুলদারঞ্জন রায়

শিশুসাহিত্য-সম্রাট কুলদারঞ্জন রায়ের পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। ছোটদের জন্য লেখা তাঁর গল্প-গ্রন্থগুলি দীর্ঘকাল ধরে কিশোর-কিশোরীদের মনোরঞ্জন করে আসছে। তাঁরই লেখা চারখানি শ্রেষ্ঠ বই-'পুরাণের গল্প', 'কথাসরিৎসাগর', 'ছেলেদের বেতাল পঞ্চবিংশতি' ও চিরনবীন কাহিনী 'রবিন হুড্' একসঙ্গে গেঁথে, আরও অনেক বেশি ছবি দিয়ে সাজিয়ে 'কুলদা-কিশোরগল্পচতুষ্টয়' নামে এই বইটির প্রকাশ করা হল।



No comments:

Post a Comment