Pages

Thursday, December 1, 2022

অনাদি-অনন্ত - চিত্রা দেব

'অনাদি-অনন্ত' কন্নড় ভাষায় রচিত শ্রীরঙ্গের অষ্টম উপন্যাস। এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে স্ত্রী-পুরুষের সম্বন্ধ। (দৈহিক সম্বন্ধ বললে অনাবশ্যকভাবে বিষয়বস্তুর ব্যাপকতার উপর নজর দেবার মতন হবে। শ্রী পুরুষ দুজনেরই একে অপরের মনকে সমস্ত জীবনে ব্যাপ্ত করবার শৈলী এই উপন্যাসে আছে।) এই কাহিনীর বিকাশের সঙ্গে আরও কয়েকটি উপকাহিনী সাঙ্কেতিক রূপে প্রথম থেকেই চলতে থাকে এবং উপন্যাসের জটিলতা বাড়ায়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্বন্ধ, ভাষার বৈশিষ্ট্য, অতীতের সঙ্গে বর্তমানের সম্বন্ধ, শরীর ও মনের সম্বন্ধ এই সবই উপন্যাসের উপজীব্য। চিত্রা দেব তার সাবলীল ভাষায় বইটি অনুবাদ করেছেন।


অনাদি-অনন্ত - চিত্রা দেব


 

No comments:

Post a Comment