Pages

Sunday, December 11, 2022

ফররুখ আহমদ জীবন ও সাহিত্য - আবদুল মান্নান সৈয়দ

কবি ফররুখ আহমদ। আয়ুষ্কাল অল্প। মাত্র ৫৬-৫৭ বছরের (১৯১৮-৭৪)। কিন্তু তারই মধ্যে তিনি বাংলা কবিতার এক প্রােজ্জ্বল কবি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। আমাদের সাহিত্যের এই অবিস্মরণীয় কবির জীবনচরিত ও সৃষ্টিকর্মের পরিপূর্ণ আলেখ্য এই বইটি।

ফররুখ আহমদ জীবন ও সাহিত্য - আবদুল মান্নান সৈয়দ


 

No comments:

Post a Comment