"একাত্তর" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে আবদুল মান্নান সৈয়দ একটি গল্প লিখেছিলেন, ব্ল্যাকআউট’। আর মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন এ পর্যন্ত দুটি উপন্যাস - ক্ষুধা প্রেম আগুন আর এই একাত্তর প্রথম উপন্যাসটি প্রথম সাময়িকপত্রে প্রকাশিত হয় ১৯৯৩ সালে, আর একাত্তর উপন্যাসটি ১৯৯৫ সালে। প্রথম উপন্যাসের পটভূমি ছিল ঢাকা, আর দ্বিতীয় উপন্যাসটির পরিপ্রেক্ষিত বাংলাদেশের একটি সীমান্তবর্তী অঞ্চল। এবং প্রতিবেশী দেশের একটি সীমান্ত শহর। সাময়িকপত্রের পৃষ্ঠা থেকে উদ্ধার করে একাত্তর এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হলো। মান্নান সৈয়দের এই উপন্যাসে পাঠক পাবেন সেই বিলোড়ক কালের একটি চিত্র, কিন্তু চিত্রঅতিক্রমী হৃদয়স্পর্শিতাও।
No comments:
Post a Comment