Pages

Sunday, December 11, 2022

মৃত্যুর টিকিট - আনন্দ বাগচী

পলক ফেলারও সময় দিল না, দুচোখে কেউ যেন আচমকা আলকাতরা ছুড়ে মারল। সঙ্গে সঙ্গে সুনন্দ আর শহর অন্ধ। অন্ধকার। লোড-শেডিং। সুনন্দ আর টাল সামলাতে পারল না, একটা ধাক্কা খেয়ে পায়ে পা বেধে পড়ে গেল। পড়ে যেতে যেতে টের পেল, তার গা ঘষটে ঝড়ের মতো কিছু বেরিয়ে গেল। গোরু কিংবা কুকুরের পাল অনেক সময় এরকম ঝাড় তুলে ছুটে যায়। প্রথমে তাই ভেবেছিল, কিন্তু না, পরের মুহূর্তেই টের পেল ওরা মানুষ। চার-পাঁচ জন হবে। সুনন্দর পেছন থেকে ছুটে এসে সামনের দিকে চলে গেল। ব্যাপারটা কী তা বুঝতে পারার আগেই গোটা-দুই চোখ ঝলসানো ফ্ল্যাশ দিল, তারপরই গায়ে-গায়ে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। মাটি কাঁপিয়ে প্রচণ্ড শব্দে বোমা...

মৃত্যুর টিকিট - আনন্দ বাগচী

No comments:

Post a Comment