ক্যারমের বোর্ডে তখন নিখিলেশ তার প্রতিপক্ষ সুনন্দকে একেবারে কাবু করে এনেছে। ওর আঙুলে যেন ম্যাজিশিয়ানের আত্মা ভর করেছে। স্ট্রাইকার ছুটছে নির্ভুল বুলেটের মতো।
নিখিলের বোন শিখা উল বুনতে বুনতে দেখছিল। হাততালি দিয়ে বলল, "ক্যালকাটার টিকটিকির এবারও ন্যাজ খসে গেল! আরে বাবা, ডেল্লি হচ্ছে বরাবরের রাজধানী, তার সঙ্গে কি ওই বাঙালিটোলার---”
সুনন্দ সঙ্গে সঙ্গে বাধা দিল, "বরাবরের না। হিস্ট্রিটা একটু ভাল করে উলটে দেখিস। ক্যালকাটা ইজ এখনো...
No comments:
Post a Comment