Pages

Sunday, December 11, 2022

আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা

'শ্রেষ্ঠ কবিতা' নামটি প্রচলিত অর্থেই ব্যবহার করা হয়েছে এখানে। শ্রেষ্ঠ কবিতা সমগ্র কবিতাসংগ্রহ নয় - কবির পরিচয় তার সমগ্র কবিতায় এমনকি সমগ্র রচনায়। আর এটি একজন চলিষ্ণু কবিরই চলিষ্ণুতার একাংশ। স্রোত, কিন্তু সম্পূর্ণ নদী নয়। এসব দিক থেকে এ বই অসম্পূর্ণ। এই সঞ্চয়িতায় আছে কেবল কবিতালিপ্ত একজনের পঁচিশ বছরের আবেগী মননী হৃদয়ের উৎসারণ, পৃথিবীতে এই সংক্ষিপ্ত কিন্তু আশ্চর্য ভ্রমণের একটি কৃতজ্ঞ নম্র শ্রদ্ধার্ঘ্য।


আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা


 

No comments:

Post a Comment