Pages

Sunday, December 11, 2022

চোখের আড়ালে - আনন্দ বাগচী

দুপুর থেকে আজ একটানা পড়ার বইয়ের সঙ্গে রগড়ারগড়ি চলছিল সুদীপ্তর। কিন্তু মিথ্যেই। যা পড়ছিল তার সিকিভাগও মাথায় ঢুকছিল না। গায়ের জোরে মল্লযুদ্ধই হয়, পরীক্ষার পড়া হয় না। অগত্যা সকালে কিনে আনা পেপারব্যাকখানাই টেনে নিয়ে লম্বা হয়েছিল। কিন্তু এমন জমজমাট রহস্যরোমাঞ্চের বইয়েও মন বসল না কেন জানি। শেষে হ্যাত্তেরি বলে ব্যাঙবাজি খেলার কায়দায় বইখানাকে ছুঁড়ে দিল টেবিলের ওপর। এভাবেই শুরু কাহিনী...


চোখের আড়ালে - আনন্দ বাগচী

No comments:

Post a Comment