Pages

Sunday, December 11, 2022

মানিক বন্দ্যোপাধ্যায়ঃ অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা - আবদুল মান্নান সৈয়দ

আবদুল মান্নান সৈয়দের সৃজনশীল সত্তার চেয়ে তার মননশীল সত্তাই কখনো কখনো অনেক বেশী আদৃত ও প্রশংসিত হয়েছে । লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার সঙ্গে তিনি যাপন করেছেন দীর্ঘ সময় । প্রথমে চেয়েছিলেন মানিকের উপন্যাস নিয়ে লিখতে । পরে এর সঙ্গে যুক্ত হয় তাঁর ছোটগল্প ও কবিতা নিয়েও বিস্তৃত আলোচনা । সেদিক থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র সাহিত্যকর্মের একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন এই বই।

মানিক বন্দ্যোপাধ্যায়ঃ অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা - আবদুল মান্নান সৈয়দ

 

No comments:

Post a Comment