মাঝরাতে লেখকের কাছে অদ্ভুত এক ই-মেইল আসে-এক তরুন আত্মহত্যা করতে যাচ্ছে । উদ্বিগ্ন হয়ে ওঠেন লেখক। সেই তরুনকে থামানোর জন্য উঠেপড়ে লাগেন তিনি । তারপর এক কাহিনী জানতে পারেন সেই লেখক :
তিন বন্ধুর তিন রকমের অবসেশন-গণিত, ক্রিকেট আর ধর্ম ! তাদের মাঝখানে এসে পড়ে বিস্ময়কর বালক আলী। তাকে ঘিরে স্বপ্ন, নিজেদের ব্যাবসা, প্রেম আর ভারতের রাজনীতি জট পাকিয়ে তিন বন্ধুকে দাঁড় করায় কঠিন এক বাস্তবতায় । গুজরাটের ভয়ঙ্কর দাঙ্গা এলোমেলো করে দেয় তাদের জীবন। তারপর...
No comments:
Post a Comment