Pages

Sunday, December 11, 2022

সকল প্রশংসা তার - আবদুল মান্নান সৈয়দ

সকল প্রশংসা তাঁর- যিনি ঊর্ধাকাশের মালিক;
নক্ষত্রের চলাফেরা চলে যাঁর অঙ্গুলিহেলনে;
আমরা আশ্রিত তাঁর করুণায়: জীবনে, মরণে;
তাঁর আলো চন্দ্র-সূর্য-তারাদের আলোর অধিক।

সকল প্রশংসা তার - আবদুল মান্নান সৈয়দ


 

No comments:

Post a Comment