Pages

Thursday, December 1, 2022

শ্রীরামকৃষ্ণ সাহিত্যধারা ও অন্যান্য প্রবন্ধ - চিত্রা দেব

বাংলাসাহিতো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাব অপরিসীম । তাঁর অসংখা জীবনচরিত লেখা হয়েছে, তার বাণীর তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে নানাভাবে। ঠাকুরের পূণ্য আবির্ভাবে ক্রমক্ষীয়মাণ সাধক-জীবনী-রচনার ধারাটিই শুধু পুনর্জীবিত হয়নি, সহজ-সরল-অনাড়ম্বর ভাষায় গভীর তত্ত্বাদি আলোচনাতেও শ্রীরামকৃষ্ণ-শিষ্যমণ্ডলীকে পথিকৃৎ বলা চলে। উক্ত সন্যাসীবৃন্দ বাংলা প্রবন্ধ রচনার ক্ষেত্রে বাংলা ভাষায় প্রচলিত সাধু ও চলিত লেখারীতি-দুটিকেই পুষ্ট করেছেন । স্বামী বিবেকানন্দ বাংলা ভাষাকে আধুনিক, যুগোপযোগী ও সর্বজনবোধ্য করে তোলার জন্য কলকাতার ভাষা নিষে ষে পরীক্ষা-নিরীক্ষার কথা ভেবেছিলেন, তৃতীয় প্রবন্ধে সে-কথাই বলতে চেয়েছি । চতুর্থ রচনাটিতে স্ত্রী-স্বাধীনতা ও শিক্ষা প্রসঙ্গে স্বামীজীর দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে।


শ্রীরামকৃষ্ণ সাহিত্যধারা ও অন্যান্য প্রবন্ধ - চিত্রা দেব



 

No comments:

Post a Comment