Pages

Monday, December 12, 2022

স্বয়ম্বরা - আবুল ফজল

স্বয়ম্বরা - আবুল ফজল

কিংবদন্তীতুল্য প্রজ্ঞা ও মনীষা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আবুল ফজল। আর সেই প্রজ্ঞা ও মনীষার ভিত্তিতে ছিল হাজার বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি।

এ বইর অন্তর্গত লেখাগুলি, লেখকের এক বয়সে, এবং একই মেজাজে লেখা হয়নি। বয়স আর সময়ের স্বাক্ষর প্রায় সব ক'টি লেখাতেই অসন্দিগ্ধ। কালের পথ-যাত্রায় লেখকও একজন পথিক মায়, যে পথিকের মনের চোখ সব সময় খোলা থাকে। তাই অনেক কিছুই তিনি দেখেন, অনেক কিছুই তাঁর মনকে দেয় নাড়া। তার খন্ডাংশেরই পরিচয় এলেখাগুলি। প্রতিপাদ্য আর কুশীলবেরা কাল্পনিক হলেও তা কোন অংশেই কাল কিম্বা সমাজ পটভূমি বিচ্ছিন্ন নয়। সংস্কারের বেড়া ডিঙ্গিয়ে কোন কোন ব্যাপারে আধুনিক সমাজের দ্বারপ্রান্তে পদক্ষেপের চিহ্নও হয়তো এসব রচনার কোন কোনটায় খুঁজে পাওয়া যাবে। লেখা মাত্রই কালের সাক্ষী।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



 

No comments:

Post a Comment