আবুল মনসুর আহমদ অধ্যয়নে তাঁর রচনার অন্য কোন দিক লক্ষগোচর হওয়ার পূর্বে এই বোধ সচকিত হয় যে বর্তমান বাংলাদেশে তাঁর সমসাময়িক অন্য যে-কোন বাঙালি মুসলমান লেখকের তুলনায় তিনি কোনক্রমেই কম প্রাসঙ্গিক নন। এ মুখ্য কারণ তিনি যে আর্থ- সামাজিক-রাজনৈতিক-ধর্মীয়-সাংস্কৃতিক প্রতিবেশকে তাঁর রচনায় ব্যঙ্গ- বিদ্রূপ-শ্লেষের আঘাতে নবচেতনায় প্রাণিত করতে চেয়েছেন সে- অবস্থা থেকে এ দেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে মুক্ত হতে পারে নি। এখনও দেদারসে চলছে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মব্যবসা, পীরফকিরের দৌরাত্ম্য, রাজনীতিকদের ভণ্ডামি ও প্রতারণা। তাই আবুল মনসুর আহমদের বেশিরভাগ রচনাকেই একালের প্রেক্ষাপটেও নতুন করে স্থাপন করা অসম্ভব নয়। বিলম্বে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে আবুল মনসুর আহমদ পাঠ্য হয়েছেন। কিন্তু তাঁর রচনার পরিমাণের তুলনায় সমালোচনা-গ্রন্থ অপ্রতুল। এই গ্রন্থটি সঙ্কলিত হয়েছে মুখ্যত স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের সামনে রেখে। তবে অন্য পর্যায়ের শিক্ষার্থী, গবেষক বা শিক্ষকও গ্রন্থটি থেকে সহায়তা পেতে পারেন। একাধিক প্রনম্য অধ্যাপক-গবেষকের পাশাপাশি তরুণ কয়েকজন লেখকের প্রবন্ধও সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। ফলে ভিন্ন ভিন্ন প্রজন্মের দৃষ্টিকোণ থেকে পাঠক এতে আবুল মনসুর আহমদকে দেখার সুযোগ পাবেন।
মূলত আবুল মনসুর আহমদের ছোটগল্প গ্রন্থ 'আয়না'কে কেন্দ্র করেই এই গ্রন্থের অবতারণা। প্রাসঙ্গিক হওয়ায় আরও বেশকিছু প্রবন্ধ সূচিবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত হওয়া ছাড়াও ব্যঙ্গ সৃষ্টি হিসেবে 'আয়না'ই তাঁর আকর গ্রন্থ।
এটি মূলত দশটি প্রবন্ধের সঙ্কলন। প্রবন্ধগুলোর বিষয় অনুসারে এগুলো গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি পাঠে আবুল মনসুর আহমদ ও তাঁর ছোটগল্প গ্রন্থ 'আয়না' সম্পর্কে সম্যক ধারণা লাভ সম্ভব।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...


No comments:
Post a Comment