Pages

Wednesday, November 2, 2022

আবুল মনসুর আহমদের ব্যঙ্গ রচনা - রাজীব হুমায়ুন

আবুল মনসুর আহমদের ব্যঙ্গ রচনা - রাজীব হুমায়ুন

আবুল মনসুর আহমদের রচনাসমূহে বিশেষ করে ব্যঙ্গরচনাবলী ব্যাপক ভাবে আলোচিত ও বিশ্লেষিত হবার দাবী রাখে। উনিশ শ' বিশের দশকে খ্যাতিলাভ করলেও আজ পর্যন্ত আবুল মনসুর আহমদের ওপর কোন পূর্ণাঙ্গ গ্রহ রচিত হয়নি। তাঁর কথাসাহিত্য নিয়ে প্রকাশিত হয়েছে নূরুল আমিনের আলোচন। গ্রন্থ 'আবুল মনসুর আহমদের কথা সাহিত্য' (১৯৮৪)। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় কিছ, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৯৬০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল ডক্টর অজিত কুমার ঘোষের গবেষণা গ্রন্থ 'বঙ্গ সাহিত্যে হাস্যরসের ধারা'। এ গ্রন্থে চর্যাপদ থেকে শুরু করে পঞ্চাশের দশকের অনেক লেখক আলোচিত হলেও আবুল মনসুর আহমদ আলোচিত হননি। বাঙলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ ব্যঙ্গস্রষ্টার প্রতি অবহেলার মূলে অজ্ঞতা নাকি অন্য কিছু কাজ করেছে তা বলা কঠিন। এই বইটি ব্যঙ্গ রচয়িতা হিসেবে আবুল মনসুর আহমদকে বিশ্লেষণের একটি প্রয়াস।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



No comments:

Post a Comment