Pages

Tuesday, November 29, 2022

সংখ্যালঘু - কিন্নর রায়

সংখ্যালঘু - কিন্নর রায়

কাঠের সিন্দুকের পেছনে যে আড়ালটুকু, সেখানে অনেকটা অন্ধকার। মাকড়সার জাল। ক্লাস থির ইউসুফ আলি সর্দারের মাথা ছাড়িয়ে দাঁড়ানো সিন্দুক। তার গায়ে চৌকো চৌকো বড় ডিজাইন। পায়ার নিচে চাকা। এ-ঘর ও-ঘর করতে গেলে ঠেলে ঠেলে-গড়গড়। গড়গড়।এখন মাটির মেঝের ভেতর কাঠের চাকা অনেকটা বসে গেছে। সরাতে গেলে মেঝে খাঁড়তে হবে। ডালা খোলার পেতলের কবজা, কোণে কোণে পেতল বাঁধানো কারুকাজ ধুলোয়-ময়লায় ম্যাড়ম্যাড়ে। কবে যে তার জেল্লা ছিল, বোঝাই যায় না।

এভাবেই উপন্যাসের শুরু। পুরো বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



 

No comments:

Post a Comment