সুখের সংসারে আগুন।
ব্যাপারটা প্রায় তেমনি ঘটল। লম্বা গোছের একটা খামের চিঠি। সেও হাতে লেখা কোনো পত্র নয়। লেফাফার ভেতর রংচঙে সুন্দব একটি কার্ড। তাতে ইংরোজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে প্রেরক। শুধু কার্ডের এক কোনে ছোট্ট তিনটি অক্ষর, কালির আঁচড়ে লেখা। সুমন।
লেটার বক্সের ভেতর থেকে সুব্রতই চিঠিটা বের করে এনেছিল। সাদা খামের ওপর কালো টাইপে তার স্ত্রীর নাম। সুতপা সান্যাল। নীচে ঠিকানা। বাড়ির লোকের চিঠি হলেও যাকে সেটি লেখা হয়েছে সে ভিন্ন অন্য কেউ লেফাফা খুলে ভেতরে কী রয়েছে তা জানবার চেষ্টা করবে, সুব্রত সেটা আদৌ পছন্দ করে না। আর সেজন্যই খামের মুখ ছিঁড়ে ভেতরের লেখাটা বের করে আনার চেষ্টা সে করেনি। খাবার টেবিলের এক কোনে বন্ধ লেফাফাটা সন্তর্পণে রেখে সে শুধু উচ্চকণ্ঠে স্ত্রীর উদ্দেশে জানাল, 'ওগো, তোমার একটা চিঠি এসেছে।'...
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment