Pages

Tuesday, November 29, 2022

ডাইনোসরের ডাক - কিন্নর রায়

ডাইনোসরের ডাক - কিন্নর রায়

কাল রাতে সেই খোকা-ডাইনোকে আবার দেখতে পেল পূষণ। স্বপ্নে । খোকা না হয়ে সেটা হতে পারে খুকি-ডাইনোসোরাসও। দিব্যি তৃণভোজী। ঘাসপাতা খায়। টিরানোসোরাস রেক্সের মতো মাংসখোর নয়। স্বপ্নের জায়গাটা ঠিক ঠিক চিনতে পারছে না পূষণ। যেটুকু মনে আছে, তা হল সামনে অনেকখানি ফাঁকা মাঠ। সেই মাঠে তেমন ঘাস নেই। বরং ছোটবড় অনেক পাথর পড়ে আছে। মাঠটা দেখতে-দেখতে পেরিয়ে গেছে অনেকটা। দূরে একটা এঁকেবেঁকে চলে যাওয়া রেললাইন। সেই লাইনের ওপর দিয়ে ট্রেন দৌড়ে গেলে মনে হয় একটা ছবি চলে গেল।

সন্ধে হয়ে আসছে। একটু আগে সূর্য ডুবে গেল। তারপর পরিষ্কার আকাশে অনেক তারা। তাদের টিপটিপ আলোর ভেতরই গোল আস্ত একখানা চাঁদ উঠে এল। সেই চাঁদের আলোয় পূষণকে দিব্যি পিঠে বসিয়ে বাচ্চা ডাইনোসর গদাইলশকরি চালে হাঁটতে-হাঁটতে ছবি হয়ে জেগে থাকা রেললাইন পেরিয়ে আরও দূরে চলে যেতে চাইছে।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...


 

No comments:

Post a Comment