রোজনামচা বা জার্ণেলও এক মূল্যবান সাহিত্য কর্ম। এতে প্রতিফলিত হয় লেখকের মানস-চেতনা আর প্রতিদিনের মন-মেজাজের ছবি। অধিকন্তু অনিবার্য ভাবে এর উপর ছায়া ফেলে দেশ কাল সমাজও। যে সব ঘটনা লেখক দেখেন, শোনেন, কর্ম অকর্মের যে প্রবাহ তাঁর জীবন বৃত্তের চারদিকে প্রতিনিয়ত আবর্তিত, বিশেষ করে যা-কিছু এসে তাঁর মনের তটে আঘাত হানে, রোজনামচায় সে সবকে ধরে রাখার চেষ্টা করেন তিনি। তাঁর জীবন দর্শনের স্বাক্ষর এমন রচনাকে দেয় বিশিষ্টতা।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment