এখানে সংকলিত রচনাগুলির পরিচয় বইয়ের নামেই নিহিত। প্রায় অধিকাংশ রচনাই তৎকালীন সময়ে রচিত এবং তৎকালীন সমস্যার সঙ্গে এসবের সম্পর্কও নিঃসন্দিগ্ধ। বিষয়বস্তুতে মিল আর লেখকের বক্তব্যে ঐক্য রয়েছে বলে কোন কোন রচনায় পুনরাবৃত্তি-দোষ যে ঘটেনি তা নয়।
লেখকও কালের সন্তান আর কাল-শাসিত বলে কালের ঘটনা-স্রোতের প্রতি উদাসীন থাকা তাঁর পক্ষে সম্ভব নয় এবং সম্ভব নয় ঐ সব ব্যাপারে বক্তব্যহীন হওয়া বা থাকাও। সব লেখকেরই দেশ, সমাজ, শিক্ষা, সাহিত্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু না কিছু বক্তব্য থাকে। এ লেখাগুলিতে তার নিঃসন্দেহ প্রতিফলন সহজেই লক্ষ্যগোচর।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment