Pages

Tuesday, November 1, 2022

সমাজ সাহিত্য রাষ্ট্র - আবুল ফজল

সমাজ সাহিত্য রাষ্ট্র - আবুল ফজল

বইটির ভূমিকায় লেখক যা বলেছেন:

কেউ আমাকে আজো 'কথাশিল্পী' বিশেষণে ভূষিত করে থাকেন। কিন্তু কথাশিল্প বল্লে যা মনে করা হয় তেমন শিল্প বা সাহিত্য আমার দ্বারা খুব বেশি রচিত হয়নি, যাওবা হয়েছে তাও জীবনের প্রথম ভাগে। ইচ্ছা থাকলেও, যে ইচ্ছাটা আজো আমাকে মাঝে মাঝে উতলা করে- তাতে আত্মনিয়োগ করা সম্ভব হয়নি নানা কারণে। তবে কথা আমি বলেছি অনেক, ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক বিষয়ে অনেক কথা আমাকে বলতে হয়েছে, অনেক সময় বাধ্য হয়েছি বলতে।

শিল্পী বা লেখক আমি হতে পারিনি, পারিনি অন্যায়, অবিচার দেখে একেবারে চুপ মেরে থাকতেও। বন্ধুদের নিষেধ সত্ত্বেও কথা বলেছি, না বলে পারিনি বলে। কেউ কোন কথা বলছে না দেখলে নিজের দায়িত্বটা যেন আরো বেশি করে বেড়ে যায়। এ আমার একটা ঝোঁক।

এ সব অবস্থার হেরফেরে পড়ে আর মনের অস্বাভাবিক তাগাদায় এ কয় বছরে বিভিন্ন বিষয়ে যে সব কথা আমি প্রবন্ধাকারে বলেছি বা বলতে বাধ্য হয়েছি, তার থেকে বাছাই করে এ সংকলনটি প্রকাশিত হলো। লেখাগুলোর সাহিত্যিক মূল্য গুণী পাঠকদের বিচার্য, তবে আমার বিশ্বাস সংকলিত লেখাগুলিতে এ দশকের একজন অ- প্রধান বা মাঝারি লেখকের, যিনি সব সময় চিন্তা করে লিখতে চেয়েছেন, তাঁর চিন্তা আর মন-মানসের কিছুটা পরিচয় হয়তো খুঁজে পাওয়া যাবে।

যাঁরা সাহিত্যের এ দিকটায় আগ্রহী আর নিজের সমাজ, সাহিত্য আর রাষ্ট্র সম্বন্ধে ভাবতে চান ও ভাবেন, প্রধানত তাঁদের উদ্দেশ্যেই এ লেখাগুলি নিবেদিত হলো।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...

No comments:

Post a Comment