Pages

Wednesday, November 2, 2022

ফুড কনফারেন্স - আবুল মনসুর আহমদ

ফুড কনফারেন্স - আবুল মনসুর আহমদ


নয়টি ব্যঙ্গাত্মক গল্পের সমষ্টি ফুড কনফারেন্স। বইটিতে বিদ্রুপ এবং শ্লেষের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অসুখের দিকে আঙ্গুল তুলেছেন লেখক তীর্যক ভাষায়। ফুড কনফারেন্স ও আয়না বাংলা স্যাটায়ার সাহিত্যে অনন্য সংযোজন।

রাষ্ট্র বা প্রতিষ্ঠানের কোনো বিবেক নেই। বিবেকবান মানুষের হাতে পরিচালিত হলেই তবে সেই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিবেক থাকে। এমনটি বলেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও দার্শনিক হেনরি ডেভিড থরো। ফুড কনফারেন্স'র প্রতিটি গল্প আমাদের রাষ্ট্র যন্ত্রের বিকল সব কলকব্জার দিকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেয়। সারিয়ে দেয় আমাদের চোখে পড়া বিবেকহীনতার ছানি। গুণে ধরা এবং লোভের বশবর্তী দিশেহারা বর্তমান সমাজে আবুল মনসুর আহমদের "ফুড কনফারেন্স" পড়া অত্যন্ত জরুরি। সচেতন পাঠকের জাগরণেই এই সমাজকে রক্ষা করতে।

বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...



No comments:

Post a Comment