ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে লেখকের জন্ম। দেশ আর সমাজের ক্রম-রূপান্তর, ভাঙ্গা-গড়া আর উত্থান-পতন ছায়া-ছবির মতো তার চোখের সামনে ঘটে গেছে অত্যন্ত দ্রুতগতিতে। তার অনেক কিছু অবিশ্বাস্য, অনেক কিছু অনিবার্য যা না ঘটে যেন পারেই না। এ পালা-বদলে মনুষ্যত্বের অত্যুঙ্গ মহিমা যেমন দেখেছেন, তেমনি দেখেছেন তার চরম অপমৃত্যুও। স্বসমাজের দারিদ্র-লাঞ্ছিত, কুসংস্কারাচ্ছন্ন, হতশ্রী জীবন দেখে বারে বারে বিক্ষুদ্ধ হয়েছেন। ফলে শৈল্পিক পরিমিতিবোধ আর সংযমের বাঁধ রক্ষিত হয়নি তার অনেক লেখায়। কোন কোন লেখায় মাত্রাধিক সোচচার হয়ে উঠেছে তার বক্তব্য। তেমন রচনার নমুনাও দেখতে পাওয়া যাবে এ গ্রন্থে।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment