রূপোর চামচ মুখে নিয়েই সে জন্মেছে। ঐশ্বর্য্যের কোলে সে লালিত পালিত, সুখের উপর গড়াগড়ি দিয়েই তার জীবন। পিতা ব্যারিষ্টার-- হাই তোলা ব্যারিষ্টার নন, বার লাইব্রেরীর চেয়ার বাসিন্দা ছারপোকার খোরাক তিনি কোন দিনই ছিলেন না; কৃতী ব্যারিষ্টার, এমন ব্যারিষ্টার যে দু'হাতে টাকা কুড়িয়ে কূল করতে পারেন নি। এ-হেন বাপের একমাত্র মেয়ে হেনা-ছোট একটি ভাই ছাড়া পিতার অগাধ অর্থের উপর অন্য দাবীদার কেউ নেই। হেনা ও মুহসিনকে ছোট রেখেই মা মারা গেছেন। কিন্তু আজমল সাহেব তবুও অন্য বিয়ে করেননি। হয়ত করার প্রয়োজন তাঁর নেই, অথবা প্রয়োজন থাকলেও ছেলেমেয়ে দু'টির মুখের দিকে চেয়ে তিনি করতে পারেননি। খামখা এই বয়সে আবার বিয়ে ক'রে আবার সন্তান-সন্ততি উৎপাদন করে, এই ছেলেমেয়ে দু'টিকে একটি চিরস্থায়ী দুর্যোগের মধ্যে ফেলে গিয়ে কী লাভ? হয়ত শেষ পর্যন্ত এই তিনি ভাবলেন.......এভাবেই বইটির শুরু।
পুরো বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...
No comments:
Post a Comment