আবুল মনসুর আহমদ তাঁর দুর্লভ বিশ্লেষণ-ধর্মী মনোভংগী, বিরল অভিজ্ঞতাপূর্ণ রাজনৈতিক নিরিখ এবং প্রখর দূরদৃষ্টির সাহায্যে আমাদের সত্যিকার স্বাধীনতায় উত্তরণের ঐতিহাসিক, রাজনৈতিক ও মন- স্তাত্ত্বিক দিকের পর্যালোচনা করেছেন। তাঁর সে পর্যালোচনা একাধারে সৃষ্টি- কুশলতায় শক্তিশালী এবং ভাষার প্রখরতা ও যুক্তির সংহত প্রয়োগে সমুজ্জ্বল। শেরে-বাংলার উত্থাপিত লাহোর প্রস্তাবের মর্মকথা কী ছিল, তার মধ্যে বাংলার মুসলিম মানসের কী মনস্তত্ত্ব কাজ করেছিল - এ বইতে এক দিকে যেমন তার বিশ্লেষণ বিবৃতি, অন্যদিকে তেমনি ভারত বাঁটোয়ারার ফলে বাংগালী কতটা ত্যাগ স্বীকার করেছিল এবং কিভাবে তাকে অবলীলাক্রমে ঠকানো হয়েছিল, তার যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও দৃষ্টান্তাবলী এ বইয়ের অন্যতম উপজীব্য হয়েছে। অতঃপর পাকিস্তানী আমলের পশ্চিমা ঔপনিবেশিক শোষণ, বৈরী ও প্রতিকূল মনোভাব, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিগ্রহ এবং শেষ পর্যায়ে ব্যাপক গণহত্যার মনস্তত্ত্বও এ বইয়ের আলোচ্য বিষয়ের অন্তভক্তি হয়েছে। পাকিস্তানী আমলের ধর্মে'র নামে ধাপ্পাবাজী, একের পর এক ওয়াদা ভংগ, বাংলাদেশকে ক্রমাগত পাঞ্জাবীদের পদানত করার চক্রান্ত, সামরিক শক্তির জোরে সংহতির নামে নিজেদের একাধিপত্য রক্ষার অপচেষ্টা, গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি চরম অবমাননা প্রদর্শ'ন ইত্যাদি বিষয়ের পাশাপাশি বাঙালীর সদিচ্ছা ও সহনশীলতা, বাঙালী নেতৃত্বের উদারতা, দূরদর্শিতা ও সংগ্রামশীলতা ইত্যাদি বিষয় উঠে এসেছে।
বইটি পড়তে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন...