Pages

Monday, November 25, 2024

২৫টি জমজমাট রহস্য – সম্পাদনা : সুনীল গঙ্গোপাধ্যায়

রহস্যের প্রতি টান সব বয়েসের মানুষের? সভ্যতার শুরুতে বহু রকম রহস্য ছিল, যেমন মেঘের ডাক, ভূমিকম্প, আগ্নেয়গিরির জেগে ওঠা, এই রকম আরও কত কী? তার কিছু কিছু বুঝতে বুঝতে এগিয়েছে মানব সভ্যতা। এখনো কত কিছু রয়ে গেছে অজানা, বিজ্ঞান যেসব জায়গায় পৌঁছুতে পারেনি।

মানুষের জীবনে সবচেয়ে রহস্যময় তার হৃদয় বা মস্তিষ্ক। মানুষ নিজের হৃদয় বা মস্তিষ্ককেও এখনো ভালো করে চেনে না। তাই মানুষের জীবনযাত্রার বাঁকে বাঁকে রয়েছে কত না রহস্য। পৃথিবীর রহস্য আর জীবন-রহস্য এই নিয়ে রচিত হয় অজস্র কাহিনি। বাংলায় তার থেকেই বেছে বেছে পঁচিশটি গল্পের সংকলন এখানে প্রস্তুত করা হলো। এই সব গল্প পাঠের রোমাঞ্চ কখনো পুরোনো হবার নয়। আশা করি এই সংকলনটি পাঠকরা শয্যার পাশে রাখবেন।
২৫টি জমজমাট রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়




No comments: