Pages

Tuesday, December 5, 2023

হাওর - অংকুর বর

মেয়েটি চোখ খুলে কয়েক মুহূর্ত একই ভাবে পড়ে রইল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে কিছুই দেখা যায় না।

আচমকা ঘুম ভেঙে উঠলে কিছুটা যেমন সময় লাগে ধাতস্ত হতে, মেয়েটি এই মুহুর্তে সেই অবস্থায়। কিছুক্ষণমাত্র সময় তারপরই কী একটা মনে পড়ে আঁতকে উঠে মেয়েটা প্রায় সোজা হয়ে বসতে যেতেই,মাথার প্রচণ্ড একটা শক্ত বা ড়ি খেয়ে, কঁকিয়ে উঠল সে। একটু একটু করে তার সব মনে পড়ছে। এই মুহূর্তে রয়েছে একটা বড় কাঠের বাক্সের ভেতরে। শেষ মুহুর্তের আলোয় সে দেখেছিল, জিনিসটা একটা সিন্ছকের মত। দেরী না করে এর ভিতরেই নিজেকে লুকিয়ে নিয়েছিল সে। তুর্যের আলোর অপেক্ষা করতে করতে ক্লান্ত বিধ্বস্ত শরীরে কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে টের ই পায়নি। সেই প্রচণ্ড চিৎকার, ভয়ঙ্কর আ তঁনাদ এখনো তার কানে লেগে আছে। প্রাণপণে দুহাত দিয়ে কান চেপে রেখেও, সেই শব্দ আটকানো ঘযায়নি।

বাইরে যেন পিন পতন নীরবতা....

হাওর - অংকুর বর