কৈফিয়ৎ
সবার প্রথমে জানাতে চাই, এই আর্কাইভের সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি অবাণিজ্যিক উদ্দেশ্যে সঞ্চিত হয়েছে। বাংলা ই-লাইব্রেরী সম্পূর্ণ অবাণিজ্যিক ও অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান। এর সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি শুধুমাত্র বিনোদন, শিক্ষামূলক উদ্দেশ্যে লেখাপড়া ও গবেষণার জন্য সঞ্চিত হয়েছে। কোনোপ্রকার বাণিজ্যিক উৎপাদন ও পুনরুৎপাদন বাংলা ই-লাইব্রেরী করে না এবং অপর কাউকে করতেও উৎসাহিত বা নিয়োগ অথবা বিনিয়োগ করে না।
Bangla E-Library ব্লগ সর্বদা "Copyright Law" অনুসরণ করে চলতে আগ্রহী। যেহেতু গ্রুপটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা হয়নি তাই লেখক ও প্রকাশকদের ব্যবসায়িক ক্ষতি হোক তা আমাদের কোনোভাবেই কাম্য নয়। সাধারণত আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে বইগুলো সংগ্রহ করে থাকি।
যদি ভুলবশত কোন কনটেন্ট বা বই Copyright Law এর আওতাভুক্ত হয় এবং তা যদি আমরা গ্রুপে পোস্ট করে থাকি, তাহলে আমাদের জানান; আমরা অতি দ্রুত তা রিমুভ করে দেব।
যেকোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় আপনাদের সাহায্য করার জন্য সর্বদা পাশে আছি।