Pages

Wednesday, September 28, 2022

 

কৈফিয়ৎ

সবার প্রথমে জানাতে চাই, এই আর্কাইভের সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি অবাণিজ্যিক উদ্দেশ্যে সঞ্চিত হয়েছে। বাংলা ই-লাইব্রেরী সম্পূর্ণ অবাণিজ্যিক ও অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান। এর সমস্ত বইপত্র ও দলিলপত্রের সফট-কপি শুধুমাত্র বিনোদন, শিক্ষামূলক উদ্দেশ্যে লেখাপড়া ও গবেষণার জন্য সঞ্চিত হয়েছে। কোনোপ্রকার বাণিজ্যিক উৎপাদন ও পুনরুৎপাদন বাংলা ই-লাইব্রেরী করে না এবং অপর কাউকে করতেও উৎসাহিত বা নিয়োগ অথবা বিনিয়োগ করে না।
Bangla E-Library ব্লগ সর্বদা "Copyright Law" অনুসরণ করে চলতে আগ্রহী। যেহেতু গ্রুপটি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা হয়নি তাই লেখক ও প্রকাশকদের ব্যবসায়িক ক্ষতি হোক তা আমাদের কোনোভাবেই কাম্য নয়। সাধারণত আমরা অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে বইগুলো সংগ্রহ করে থাকি।
যদি ভুলবশত কোন কনটেন্ট বা বই Copyright Law এর আওতাভুক্ত হয় এবং তা যদি আমরা গ্রুপে পোস্ট করে থাকি, তাহলে আমাদের জানান; আমরা অতি দ্রুত তা রিমুভ করে দেব। 
যেকোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় আপনাদের সাহায্য করার জন্য সর্বদা পাশে আছি।


কৃতজ্ঞতা স্বীকার

এই সাইটে আপলোড করা কোনো বই-ই আমাদের স্ক্যান করা নয়। বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে পিডিএফ বইগুলো সংগ্রহ করে আমরা ইনডেক্স আকারে সাজিয়েছি মাত্র, যাতে গ্রুপের সদস্যরা সহজেই কাঙ্খিত বইটি খুঁজে পান। 

কৃতজ্ঞতা জানাই:

 amarboi.combanglabook.orggranthagara.comamarbooks.org,  boidownload.comboierpathshala.combanglaebooks.ebanglapdf.com,grontho.netbanglaclassicbooks.blogspot.combanglapdf.netsudhalaylibrary, boighar.com

সহ আরো অনেক বিস্মৃতনাম ওয়েবসাইট কর্তৃপক্ষের প্রতি যাদের পথ ধরেই আমাদের এই প্রয়াস। একটি বই স্ক্যান করে পিডিএফ তৈরি করা এবং প্রয়োজনীয় এডিট করে সেটিকে পরিমার্জিত রূপ দেয়া অত্যন্ত পরিশ্রম, ধৈর্য্য এবং সময়সাপেক্ষ ব্যাপার। যেসব নাম না জানা বইপাগল আপলোডার এই কাজটি নিঃস্বার্থ ভাবে করে চলেছেন তাদের প্রতি রইলো আমাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।